আকুল আবেদেন ______তানজিনা___আফরিন____বিথী

তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবে না বর্তমানেই থাকো.., একবিংশ শতাব্দীর তরুণী হয়েই নাহয় নিজের সংস্কৃতিটা আঁকড়ে রেখো..!!
সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগলে, শ্যাম্পু করেই রেখো..!!

শুধু ঐ বিচ্ছিরি মেকাপের সৌন্দর্য্যের পিছে না ছুটে, যেমনটা উপরওয়ালা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থেকো..!!
বেশি হলে নাহয় চোখের নিচে একটু কাজল দিও আর কপালে টিপ..!!



মোবাইল ফোনের যুগে ল্যান্ডফোনে ফিরে যেতে হবেনা, শুধু এটা হাতে একটু কম রেখো..!!
সেলফি টা কম তুলে আয়নার সামনে নাহয় কয়েক মিনিট বেশী থেকো..!!

বিশেষ দিনে শাড়িতো এখনো পড়ো, সেই দিনগুলো নাহয় একটু বাড়িয়ে নিও..!!
শাড়িতে পড়ে যাবার ভয় থাকলে সেলোয়ার কামিজেই পড়ো, তবুও ঐ পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢুকো..!!

বন্ধু-বান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু ঐ রেস্টুরেন্টের মধ্যে কম যেও, ক্যাম্পাসের কোন এক গাছতলায় বসেই নাহয় সিঙ্গারা-সমুচা খেও..!!
আড্ডাটা নাহয় বন্ধ দরজার বাহিরে খোলা বাতাসেই দিও, খালি গলায় গান ধরো..!!

প্রেমিক এখনো আছে শুধু সঠিক মানুষটিকে খুঁজে নিও, না পেলে অপেক্ষা করো..!!
ভিডিওকলে কথাটা না হয় একটু কম বলো, রুমডেটের মতো বিদেশী শব্দে ভুলে যেয়না...!!
সারারাত কথা না বলে সকালে ক্লাসের আগে না হয় কল/মেসেজ দিয়ে বইলো “মহাশয় অনেক ঘুম হইছে, উঠে ক্লাসে যান”..!!

অবসরে অবসরে চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শীর্ষেন্দুর বই না পড়লেও অন্তত হুমায়ূন আহমেদের বইয়েই পড়ো। মন চাইলে একটা কবিতাও নাহয় লিখো কারো জন্য অথবা ইউটিউব দেখে দেখে একটু রান্নাটা নাহয় শিখো...!!
বিকেলে সাদা-নীল আকাশ এখনো দেখা যায়। সময় নিয়ে মাঝে মধ্যে একটু তাকিয়ো দেখো, তোমার ঘরের চারদেয়ালের বাহিরে আকাশটা এখনো বিশালই আছে..!!

তুমি এই একবিংশ শতাব্দীর তরুণীই হয়ে থেকো। রাত্রিতে মাঝেমাঝে বাতি নিভিয়ে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নগরীর গাড়িগুলোর আনাগোনা দেখো, পূর্ণিমাতে চাঁদের খোঁজ রেখো..!!
দেয়ালের আড়ালে জ্যোৎস্না দেখো, রাত্রি বেলায় ঘুমোতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্র শুনেই ঘুমিয়ে যেয়ো..!!
শুধু নিজেকে একাকীত্বের অতল গহ্বরে হারিয়ে ফেলো না নীল সাদার দুনিয়ায়। তুমি বর্তমানেই থেকো, তোমাতে থেকো, তোমার অস্তিত্বে থেকো...!!

Comments

Popular posts from this blog

রম্য গল্প : বয়ফ্রেন্ড বিড়ম্বনা। ______________লিখা : Sumaiya Mannan Borna

কথা দাও____শিরিন বকুল